চৈত্রের শেষ বেলায় গরমের দাপট, অন্যদিকে বৈশাখের শুরুতে তাপপ্রবাহের পূর্বাভাস । আগামীদের ৪০ ডিগ্রির গণ্ডি পেরোবে তাপমাত্রা, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । এই পরিস্থিতিতে গরমের ছুটি (Summer Vaccation) এগিয়ে আনল রাজ্য শিক্ষা দফতর । গরমের ছুটি ২৪ মে পড়ার কথা ছিল । জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও তিন সপ্তাহ এগিয়ে আনা হয়েছে । অর্থাৎ ২ মে থেকে রাজ্যজুড়ে স্কুলগুলিতে (West Bengal Schools) গরমের ছুটি পড়ে যাবে । পড়ুয়াদের শরীরের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সাত জেলায় গ্রীষ্মের প্রখর তাপের প্রভাব পড়তে চলেছে। যা বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে। কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহ শুরু হতে পারে শুক্রবার থেকে। তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। প্রতিটি জেলায় এই তাপপ্রবাহ চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন, South Dinajpur News : দণ্ডি কাণ্ডের জের, রিপোর্ট চাইল জাতীয় তফসিলি জনজাতি কমিশন
আবহাওয়া দফতর জানিয়েছে, বৈশাখের প্রথম দিন কলকাতা-সহ গোটা রাজ্যে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রির গণ্ডি। আগামী শনিবার ১৫ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস।