সোমবারও দিল্লি যাননি সুকন্যা মণ্ডল। পেটে ব্যথার কথা জানিয়ে তৃতীয়বারের জন্য ইডি হাজিরা এড়ালেন অনুব্রত-কন্যা। গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল-সায়গল হোসেন গ্রেফতার হতেই ডাক পড়েছিল সুকন্যার। সিবিআই তলবে দিল্লি যান সুকন্যা। তাঁর বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন করা হলেও চুপ ছিলেন সুকন্যা। বরং এই বিষয়ে তাঁর বাবা এবং হিসেবরক্ষক মনীশ কোঠারির কাছে সমস্ত উত্তর আছে বলেও জানান অনুব্রত-কন্যা।
গত মার্চেই সুকন্যাকে তলব করে ইডি। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে আইনজীবী মারফত সময় চেয়ে চিঠি পাঠান। এরপর দ্বিতীয়বার এবং তৃতীয় বারও ইডির তলব এড়ালেন সুকন্যা। আপাতত বোলপুরের নীচুপট্টির বাড়িতেই আছেন বীরভূম জেলা সভাপতির মেয়ে।