গরুপাচার তদন্ত মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলকে এবার হেনস্থার অভিযোগ। তিহাড় জেলে বীরভূমের তৃণমূল সভাপতিকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ সুকন্যা মণ্ডলের। শুক্রবার রাতে বীরভূম ফিরে এই অভিযোগ করেছেন তিনি। যদিও এই ইস্যুতে তাঁকে ইডি একাধিকবার ডাকলেও হাজিরা দেননি বলেই অভিযোগ সুকন্যার বিরুদ্ধে। তবে জেলা তৃণমূল সূত্রে খবর, রাতেই অনুব্রত-ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতাকে নীচুপট্টির বাড়িতে ডেকে পাঠান সুকন্যা। সেখানেই তিনি এই অভিযোগ করেন।
জেলা তৃণমূল সূত্রে খবর, শুক্রবার রাতে ওই নেতাদের সামনে এই ব্যাপারে নিজের রাগ ও ক্ষোভ উগড়ে দিয়েছেন সুকন্যা। তাঁর অভিযোগ, বাবাকে তিহাড়ে আটকে রেখে নানা ভাবে নির্যাতন এবং হেনস্থা করা হচ্ছে। এমনকী, ওই তৃণমূল নেতাদের কাছে সুকন্যা এই ব্যাপারে নিজের বিরক্তি প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে।
এই পরিস্থিতিতে নাকি ওই তৃণমূল নেতারা কথা দিয়েছেন, তাঁরা সুকন্যার পাশে আছেন। এবং এই ব্যাপারে তাঁরা তৃণমূল শীর্ষ নেতৃত্বকেও জানাতে চলেছেন বলে জেলা তৃণমূল সূত্রে খবর।