দুর্গাপুজোতেও ছেদ নেই রাজনীতিতে। শনিবার সল্টলেক EZCC-এর পুজো উদ্বোধন করে দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলকে বিঁধলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, বাংলা যাতে দুর্নীতিমুক্ত হয়, তার জন্যেই মায়ের কাছে প্রার্থনা করেন তিনি। আগেই জানানো হয়, এবারেই EZCC-তে শেষ পুজো করবে বিজেপি। তবে শেষ মুহূর্তে পুজো উদ্বোধনে আসতে পারেননি অমিত শাহ। ফলে বিজেপির শেষবারের দুর্গাপুজো কিছুটা হলেও ম্লান হয়ে গিয়েছে। তবে পুজোয় উপস্থিতি ছিলেন রাজ্য বিজেপির একাধিক হেভিওয়েটরা।
পুজোয় রাজ্যবাসীর একাংশ আনন্দে মাতলেও এখনও চাকরির দাবিতে রাস্তায় বসে অবস্থান চালাচ্ছেন হবু শিক্ষকরা। তাঁদের প্রসঙ্গ টেনে দেবীর কাছে সুকান্তর প্রার্থনা, "পুজোয় বেকাররা রাস্তায় বসে অবস্থান করছেন। রাজ্যকে দুর্নীতিমুক্ত করুন দুর্গা।"
আরও পড়ুন- Dengue in Kolkata: উৎসবের শহরে ডেঙ্গি আতঙ্ক, কেএমসির উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে বসবে সচেতনতা কিয়স্ক
প্রথম বছর রীতিমতো ধুমধাম করে দুর্গাপুজো শুরু করে গেরুয়া শিবির। দিল্লি থেকে উড়ে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। কিন্তু ঠিক তার দু'বছর বাদেই EZCC-এর সেই পুজোর জৌলুস এবার অনেকটাই ম্লান। তবে অনুষ্ঠানে রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, বিধায়ক অগ্নিমিত্রা পাল, এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ।