প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে মৃত্যু হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এই নিয়ে প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিক্রিয়া জানিয়েছেন, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন এক্স প্ল্যাটফর্মে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী লেখেন, "প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গভীর শোকপ্রকাশ করছি। ইহলোক ছেড়ে চলে গিয়েছেন। পরিবার সদস্যদের সমবেদনা।"
সমবেদনা জানিয়েছেন সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, "আজ সকাল ৮টা ২০ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন। এই দুঃখের ঘটনায় আমি খুব মর্মাহত। আমার তরফ থেকে এবং আমার দলের পক্ষ থেকে সমবেদনা।" মতাদর্শগত ভাবে ভিন্নমেরুর হলেও ব্যক্তিগতভাবে আমি সম্মান করি।