সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার, সারাদিন ধরে বৃষ্টি লেগেই রয়েছে। আবহাওয়া ঠান্ডা হলেও, ভোটের দিন এগিয়ে আসছে রাজ্য-রাজনীতিতে ক্রমেই বাড়ছে উত্তাপ। হাতে আর কটা মাত্র দিন, তারপরেই শুরু হবে ভোট উৎসব। এমতাবস্থায় একটা দিনও নষ্ট করার জো নেই। তাই বৃষ্টি মাথায় নিয়েই প্রচার শুরু করলেন প্রার্থীরা।
Sandakphu Snowfall: ভরা মার্চে ডিসেম্বরের শীতলতা, বরফের চাদরে ঢাকল সান্দাকফু
বুধবার , চা বাগানে প্রচারে গিয়েছিলেন জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মণ। জলপাইগুড়ির শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানে বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়েই তিনি বাগানের কর্মী-শ্রমিকদের সঙ্গে কথা বললেন। শুনলেন তাঁদের দাবি-দাওয়াও। ছাতা মাথায় দিয়ে, কাদা পেরিয়ে এদিন প্রচারে নামলেন সুকান্ত মজুমদারও । দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের বিভিন্ন অঞ্চল কমিটির সঙ্গে মিটিং করেন তিনি।