পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি দিয়ে পঞ্চায়েত নির্বাচনে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ময়ূরেশ্বেরের সভায় পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি দেন তিনি। পাশাপাশি ভোটের দিন BJP কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন।
রবিবার নির্বাচনী প্রচারে বীরভূমে ছিলেন সুকান্ত মজুমদার। দুবরাজপুরে দলীয় সভা করে ময়ূরেশ্বরের ২ নম্বর ব্লকে পদযাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। যদিও এই মন্তব্যের পর তীব্র নিন্দা করেছে রাজ্যের শাসক দল।
সুকান্ত মজুমদার বলেন, "আমি জানি ওসি আমাদের কর্মীদের গুলি করে মারার হুমকি দিয়েছে। আমি বলছি গুলি করে দেখান, হাই কোর্টে গিয়ে খাকি উর্দি যদি খুলে দিতে না পারি তাহলে আমার নাম সুকান্ত মজুমদার নয়।”