কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে তাঁর শর্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দেখা করতে হবে বিজেপি দলীয় কার্যালয়ে।
মঙ্গলবার কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সাংসদরা। সেখানে তাঁদের সঙ্গে দেখা করেননি মন্ত্রী। উল্টে তাঁদের উপর নিগ্রহ করারও অভিযোগ করা করা হয়।
সেই ঘটনার পর কয়েকদিন কেটে গেছে। এরপর শনিবার রাজ্যে আসছেন নিরঞ্জন জ্যোতি। শনিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করতে পারেন তিনি। অনেকেই মনে করছেন, ১০০ দিনের কাজের টাকা নিয়ে এক তরফাভাবে কেন্দ্রের বিরোধিতায় প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই তার জবাব দিতেই কলকাতা থেকে সাংবাদিক বৈঠক করবেন তিনি।