কলকাতার হাসপাতালে ভর্তি করা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। বুধবার সন্দেশখালির ঘটনার প্রতিবাদে টাকিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি। সেইসময় অসুস্থ হয়ে পড়েন তিনি। অচৈতন্য সুকান্তকে প্রথমে বসিরহাটের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক ভাবে সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়। বিজেপি কর্মীরা জানান, দীর্ঘ ক্ষণ সুকান্ত সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। হাসপাতালে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।
মঙ্গলবারের পর বুধবারও সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানাতে পথে নামেন রাজ্য বিজেপির সভাপতি। বসিরহাট যাওয়ার আগে টাকিতেই তাঁকে আটকে দেওয়ার অভিযোগ ওঠে। সেখানেই পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন বালুরঘাটের সাংসদ। এই বিক্ষোভের মধ্যেই হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন সুকান্ত।
তাঁকে সঙ্গে সঙ্গে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন মাস্ক পড়িয়ে শুরু হয় প্রাথমিক চিকিৎসা। আরও উন্নত চিকিৎসার জন্য বিজেপির রাজ্য সভাপতিকে কলকাতায় আনা হয়েছে। ইতিমধ্যেই সুকান্তর শারীরিক পরিস্থিতি নিয়ে খোঁজ রাখছেন দিল্লির নেতারা।