নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, তত একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে । এবার ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee) স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের নির্মাণ সংস্থার নাম উঠে আসছে । যেখানে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু । জানা গিয়েছে, সংস্থার ব্যালান্স শিট থেকে এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে ।
নির্মাণ সংস্থার ব্যালান্স শিটে দেখা গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন । যদিও সেই ব্যালেন্স শিটের সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা । এ প্রসঙ্গে, নির্মাণ সংস্থার অন্যতম অংশীদার ইন্দ্রনীল চৌধুরী জানান, দোকান নেবেন বলে অগ্রিম ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন কালীঘাটের কাকু । এ সংক্রান্ত সমস্ত তথ্যই ইডিকে দেওয়া হয়েছে বলেও দাবি তাঁর ।
আরও পড়ুন, Jhargram News: রাইস মিলের গোডাউন ভেঙে ঢুকে চাল-ময়দা সাবাড় , হাতির তাণ্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রামবাসী
জানা গিয়েছে, নির্মাণ সংস্থার অন্যতম অংশীদার হলেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় । হুগলির চন্দননগরের সত্যপীর তলায় বহুতল নির্মাণ করছে ওই সংস্থা । ইতিমধ্যেই তাঁর অগ্রিম বুকিংও চালু হয় । ওই বহুতলেই দোকান কেনার জন্য সুজয়কৃষ্ণ ভদ্র অগ্রিম টাকা দেন বলে খবর ।