পুরনো সম্পর্কের জটিলতা কাটিয়েছেন আগেই৷ এবার নতুন জীবন শুরুর পথে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। শীঘ্রই বসতে পারেন বিয়ের পিঁড়িতে, ইতিমধ্যেই সেরে ফেলেছেন প্রিওয়েডিং ফটোশ্যুট। খানাপিনা কী হবে তাও নাকি ভেবে ফেলেছেন৷ তবে নতুন জীবন শুরুর শুভক্ষণে প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে সাক্ষী রাখতে চান সুজাতা? উত্তরে তৃণমূল নেত্রী জানান, 'তিক্ততার থেকে দূরে থাকাই ভাল', তিনি আরও জানান, "আমরা সবসময় বিষাক্ত জিনিসের থেকে দূরে থাকতে পছন্দ করি। আমি আমার জীবনে তাই টক্সিক মানুষদের কোনওভাবেই এন্ট্রি দিতে চাই না।”
শোনা যাচ্ছে বৈশাখেই ছাদনাতলায় চারহাত এক হবে সুজাতা এবং তাঁর মনের মানুষের। তবে সেই মানুষটির নাম এখনও সামনে আনেননি নেত্রী। সুকৌশলে এড়িয়ে গিয়েছেন।
উল্লেখ্য, ২০১৬-এ চারহাত এক হয়েছিল সৌমিত্র-সুজাতার। বিজেপি নেতার হয়ে ২০১৯-এ লোকসভা নির্বাচনে প্রচারও করেছিলেন স্ত্রী সুজাতা। ২০২০-এর শেষে সম্পর্কের সমীকরণ বদলে যায়। শিবির বদলে ত্রিন্মুলে যোগ দেন সুজাতা। তারপরই বিবাহবিচ্ছেদের আবেদন করেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক সৌমিত্র খাঁ।