জয়নগরের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন সিপি এম নেতা সুজন চক্রবর্তী। বগটুইয়ের ঘটনার সঙ্গে তুলনা করে পুরো ঘটনার দায় ঠেললেন তৃণমূল কংগ্রেসের দিকে। তাঁর অভিযোগ, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জন্যই খুন হতে হয়েছে বামনগাছি অঞ্চলের তৃণমূল সভাপতি সইফুদ্দিন লস্করকে।
এদিকে ওই ঘটনার পর তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন জানান, বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম। তারা জোট বেঁধে সইফুদ্দিককে খুন করেছে। পাশাপাশি জেলা প্রশাসন অত্যন্ত কঠোরভাবে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন তিনি।
এবিষয়ে সুজন চক্রবর্তীর অভিযোগ, যে দুজন দুষ্কৃতীকে ধরা হয়েছিল তারা তৃণমূলের আশ্রিত। কিন্তু তাঁদেরকে আড়াল করার জন্য তিন চার কিলোমিটার দূরের গ্রামে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।