তৃণমূল থেকে এবার সর্বভারতীয় তকমা মুছে দেওয়ার দাবি উঠল। দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার প্রকাশিত তিন রাজ্যে ফলে হেরে গিয়েছে তৃণমূল। এরপর আর তাদের সর্বভারতীয় থাকার কোনও অধিকার নেই। ইতিমধ্যেই দিল্লিতে নির্বাচন কমিশনকে একটি চিঠিও দিয়েছেন তিনি। শুভেন্দুর এই দাবি উড়িয়ে দিয়েছে বাংলার শাসক দল।
উত্তর-পূর্বের তিন রাজ্যের ভোটে, দুই রাজ্যে লড়াই করছিল তৃণমূল কংগ্রেস। এরমধ্যে মেঘালয়ে তারা পেয়েছে পাঁচটি আসন এবং ১৫ শতাংশ ভোট। আর ত্রিপুরায় ভরাডুবি হয়েছে। কমিশনকে লেখা চিঠিতে শুভেন্দুর অভিযোগ, উত্তর-পূর্বের ফল প্রকাশের পর স্পষ্ট, তার কোনও রকম ভাবেই সর্বভারতী তকমা তৃণমূলের উপরে থাকতে পারে না। কারণ, তৃণমূল একটি আঞ্চলিক দুর্নীতিগ্রস্ত দল।
শুভেন্দুর এই অভিযোগ সপাট উড়িয়ে দিয়েছে তৃণমূল। রাজ্যসভার সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, তৃণমূল নিয়ে শুভেন্দু অধিকারীকে চিন্তা করতে হবে না। কারণ, আগামীদিন মমতার নেতৃত্বে বাংলা কেন, ত্রিপুরা থেকে গোয়ায় ঘাসফুলই ফুটবে।