২১ ডিসেম্বর রাজ্য রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ দিন, আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তবে মঙ্গলবার দিল্লি থেকে কলকাতায় ফিরে জানালেন, তেমন কিছু হওয়ার বিষয় নেই।
তাহলে আগের ঘোষণা মতো কিছু হচ্ছে না,? জানতে চাওয়া হলে নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘‘কাল বড় কিছু হওয়ার বিষয় নেই। আমরা বলেছিলাম এগুলো গুরুত্বপূর্ণ তারিখ। কখনওই বলিনি ওই তারিখে সরকার পরিবর্তন হয়ে যাবে।’’ নিজের ঘোষণা করা পুরনো দাবিগুলি স্মরণ করিয়ে শুভেন্দু বলেন, ‘‘গুরুত্বপূর্ণ তারিখেই বড় ডাকাত জেলে যাবে। সরকারি কর্মচারী ও শিক্ষকরা ডিএ পাবেন। কয়েক হাজার ভুয়ো শিক্ষকের চাকরি যাবে’’।
শুভেন্দু আগেই ঘোষণা করেছিলেন, ১২, ১৪, ২১ ডিসেম্বর তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ঘটনাচক্রে, গত ১২ ডিসেম্বর বগটুইকাণ্ডে সিবিআই হেফাজতে থাকা লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। ১৪ তারিখেও আসানসোলে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে শুভেন্দুরই একটি কর্মসূচিতে।