স্কুলে অসুস্থ হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর । মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে । জানা গিয়েছে, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো সাইকেল চালিয়ে স্কুলে পৌঁছয় ১১ বছরের পাপিয়া দে । তারপরই অসুস্থ হয়ে পড়ে সে । পরিবারের দাবি, বাড়ি থেকে বেরনোর সময় সুস্থই ছিল পাপিয়া । প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর ।
পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার মুড়াকাটা গ্রামের বাসিন্দা পাপিয়া দে । স্কুলে সাইকেল নিয়ে যাতায়াত করে সে । জানা গিয়েছে, মঙ্গলবার বিদ্যালয়ে প্রার্থনার পরই ক্লাসে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ করতে থাকে পাপিয়া । এরপর ক্লাসরুমেই অজ্ঞান হয়ে পড়ে যায় ওই ছাত্রী। তড়িঘড়ি তাকে মেদিনীপুর মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
পরিবারের দাবি, পাপিয়ার কোনও রোগ ছিল না । সুস্থই ছিল সে । চিকিৎসকদের অনুমান, প্রবল গরমেই অসুস্থ হয়ে পড়েছিল । তারপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার ।