আগামী ২ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। মোট ৭ লক্ষ ৪৫ হাজার পরীক্ষার্থী এবারে উচ্চমাধ্যমিক (Higher Secondary Examination) দেবে। পরীক্ষা শেষ হবে ২৭ এপ্রিল। গত বছর কোভিডের (Covid protocols) কারণে হয়নি উচ্চমাধ্যমিক। এই বছর নিজেদের স্কুলে পরীক্ষা দেবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার তাদের জন্য একগুচ্ছ নিয়ম জারি করল উচ্চমাধ্যমিক সংসদ।
মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। সেন্টার ইনচার্জ, সুপারভাইজার এবং বিশেষ পর্যবেক্ষক ছাড়া অন্য কেউই মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না পরীক্ষাকেন্দ্রে।
আরও পড়ুন: ১ এপ্রিল থেকে কী কী পরিবর্তন আসতে চলেছে আয়করে, জেনে নিন
যেদিন যে বিষয়ের পরীক্ষা, ওই দিন সংশ্লিষ্ট বিষয়ের কোনও শিক্ষক পরিদর্শকের ভূমিকা পালন করবেন না।
সংসদের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হবে। তাঁরাই পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন।
এছাড়া, টোকাটুকির অভিযোগ এলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে বলেও জানিয়ে দিয়েছে সংসদ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পুলিশের উপস্থিতিতে প্রশ্নপত্র (Higher Secondary Examination) পৌঁছে যাবে। পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে। চলবে বেলা একটা পনেরো মিনিট পর্যন্ত।
পরীক্ষা সংক্রান্ত (Higher Secondary Examination) সমস্যায় পড়লে তা সমাধানের জন্য একটি হেল্পডেস্ক নম্বরও চালু করেছে সংসদ। সেই নম্বরটি হল- (০৩৩) ২৩৩৭ ০৭৯২।