মোবাইল থেকেই ছড়িয়েছিল মাধ্যমিকে ইংরেজির প্রশ্ন ফাঁসের আতঙ্ক। তাই ১৪ মার্চ থেকে এই বছর শুরু হতে চলা উচ্চমাধ্যমিকে আর কোনও ঝুঁকি নিয়ে রাজি নয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার প্রকাশিত তাদের নির্দেশিকায় পরীক্ষা হলে মধ্যে মোবাইলের ব্যবহার রুখতে নজিরবিহীন পদক্ষেপের কথা ঘোষণা করা হল। সম্প্রতি প্রাথমিকে টেট থেকে শিক্ষা নিয়ে এবার উচ্চমাধ্যমের হলে ঢোকার আগে প্রতিটি পরীক্ষার্থী এবং শিক্ষকদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার হলে মোবাইল ব্যবহারে ছাড় থাকছে শুধুমাত্র সংসদের পদস্থ কর্তাদের। এই একই নিয়ম প্রযোজ্য একাদশ শ্রেণির পরীক্ষাতেও।
মোবাইল বন্ধের এই প্রচার আগে থেকে শুরু করা হবে বলেও দাবি করা হয়েছে। বিশেষ করে যেদিন থেকে অ্যাডমিড কার্ড দেওয়া হবে, সেদিন থেকেই পরীক্ষার্থীদের এই ব্যাপারে সতর্ক করবে সংশ্লিষ্ট স্কুলগুলি। এছাড়াও হলের বাইরে ঝোলানো থাকবে মোবাইল নিয়ে হলে প্রবেশ না করার জন্য পোস্টার। সর্বপরি হলের বাইরে একপ্রস্থ তল্লাশির দায়িত্বে রাখা হবে পুলিশকে।
এছাড়াও অন্যবারের মতোই থাকছে বাকি নিয়ম। তারমধ্যে অবশ্যই পরীক্ষার একবার শুরু হয়ে গেলে হল ছেড়ে কেউ বাইরে আসতে পারবেন না। প্রতিটি ক্লাসে নজরদারির জন্য থাকবেন দু জন শিক্ষক। গাফিলতির অভিযোগ উঠলে কড়া ব্যবস্থার ইঙ্গিতও দেওয়া হয়েছে। সংসদের খাতায় এবার ২৩৫টি কেন্দ্রকে সংবেদশীল বলে চিহ্নিত করা হয়েছে।