উত্তরবঙ্গে ফের বিধ্বংসী ঝড়। গত ৩১ মার্চের স্মৃতি ফিরে এল আবার। শনিবার ভোরে ময়নাগুড়ি বার্নিশ এলাকা দিয়ে এই ঝড় হয়। ঝড় ১৫ মিনিট মতো স্থায়ী ছিল। তাতেই লণ্ডভণ্ড হয়ে যায় ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা। ময়নাগুড়ি স্টেশন মোড়, ময়নাগুড়ি লাটাগুড়ি জাতীয় সড়ক, ময়নাগুড়ি পুর এলাকার একাধিক এলাকায় ঝড়ের প্রভাব পড়ে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রচুর বাড়িঘর, ভেঙে পড়ে গাছ। গাছ পড়ে জাতীয় সড়কের উপর যান চলাচলও স্তব্ধ হয়ে যায়। সিভিল ডিফেন্স কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। চলছে উদ্ধার কাজও। ঝড়ের জেরে বিদ্যুৎ পরিষেবাও বন্ধ। শতাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে। ময়নাগুড়ি থানাতেও গাছ পড়ে ভেঙে গিয়েছে পুলিশ স্টেশনের গেট। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ময়নাগুড়ি স্টেশনের চৌপথি এলাকা। আহত হন অনেকজন