ঘোড়ায় চড়ে বরযাত্রী নিয়ে ব্যান্ড পার্টি নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন বর । পথে হঠাৎই বাধা গ্রামবাসীদের । তাঁদের দাবি, ঘোড়া থেকে নামতে হবে পাত্রকে । দলিত সম্প্রদায়ভুক্ত পাত্রের ঘোড়ায় চড়া অপরাধ । যদিও কোনওভাবেই সেই দাবি মানেননি পাত্র । তারপরেই বরযাত্রীদের উপর ইট-পাথরবৃষ্টি শুরু করে গ্রামবাসীরা । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় ।
জানা গিয়েছে, সম্প্রতি, জনা পঞাশেক বরযাত্রী নিয়ে সাগর জেলার দিকে বিয়ে করতে যাচ্ছিলেন বর । পথে হঠাৎই বাধা দেন ছত্তরপুরের গ্রামবাসীরা । অভিযোগ, পাত্র দলিত সম্প্রদায়ভুক্ত হওয়ায় তাঁকে ঘোড়া থেকে নামিয়ে আনার চেষ্টা করেন তাঁরা । কিন্তু, পাত্র ঘোড়া থেকে নামতে রাজি না হলে তাঁরা বরযাত্রীর উপর পাথর ছুঁড়তে শুরু করেন বলে অভিযোগ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পাথর বৃষ্টি থামেনি । এমনকী তিনজন পুলিশ আহতও হন ।
বরযাত্রীদের মধ্যে কয়েকজন জখম হয়েছেন বলে খবর । তবে, গুরুতর কিছু নয় । ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পরে পুলিশি প্রহরায় পাত্র-সহ বরযাত্রীকে বিয়েবাড়িতে পৌঁছে দেওয়া হয় ।