দত্তপুকুরে বাজি বিস্ফোরণের (Duttapukur Blast) ঘটনার পর থেকেই তৎপর পুলিশ । রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে তল্লাশি । সেই তল্লাশি অভিযানেই আবারও সেই উত্তর ২৪ পরগনার সোদপুর ঘোলা থেকেই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি (Fire cracker seized ) উদ্ধার করল এসটিএফ ও নিউ ব্যারাকপুর থানার পুলিশ। যার টাকার পরিমাণ কোটি কোটি । ইতিমধ্যেই এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে ।
জানা গিয়েছে, মঙ্গলবার সোদপুর ঘোলা তালবান্দা এলাকার একটি পার্কিংয়ে বারো চাকার দু’টি পঞ্জাব লরি দাঁড়িয়ে ছিল। সেইসময় তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ । লরি দু'টিকে দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয় । তারপর অভিযান চালিয়ে মোট ৩৭. ৪২ টন বাজি উদ্ধার করেন গোয়েন্দারা । উদ্ধার হওয়া বাজির আনুমানিক বাজার মূল্য প্রায় দু’কোটি টাকা । পুলিশের অনুমান, দত্তপুকুর নীলগঞ্জ থেকেই এই বাজি পাচার করা হচ্ছে ।
আরও পড়ুন, Robbery: রানাঘাটে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪ ডাকাত, অপারেশনে জড়িত বিহার গ্যাং! ভিডিও প্রকাশ্যে
মঙ্গলবারই আবার দত্তপুকুর বেড়াবাড়িতেও তিনটি ট্রাক আটক করেছে এসটিএফ । সেখান থেকেও উদ্ধার হয়েছে নিষিদ্ধ বাজি ।