নবম-দশমের চাকরি বাতিলের প্রক্রিয়া আপাতত শুরু করা যাবে না বলে জানাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি অনিরুদ্ধ বোস ও সুধাংশু ধূলিয়ার বেঞ্চে মামলার শুনানি ছিল। পরবর্তী শুনানি অবধি এই সংক্রান্ত কোনও পদক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম শ্রেণির ৮৪২ জন শিক্ষাকর্মী ও ৯৫২ জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।
মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানান, নিয়োগে একটা কেলেঙ্কারি আছে, তা মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। তা খতিয়ে দেখা হবে। তবে নিয়োগ বাতিলের ক্ষেত্রে কিছু প্রথাগত ভুল আছে বলে দাবি করেছেন মামলাকারীরা।