শিলিগুড়ির কাওয়াখালিতে একগুচ্ছ সরকারি প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রেল ও সড়কপথে মোট সাড়ে ৪ হাজার কোটির কেন্দ্রীয় প্রকল্প ঘোষণা প্রধানমন্ত্রীর। শিলিগুড়ি থেকে রাধিকাপুর পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার উদ্বোধন করলেন।
শনিবার উত্তরবঙ্গে ৩১০০ কোটি টাকার দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২৭ নম্বর জাতীয় সড়কের ঘোষপুকুর-ধূপগুড়ি ফোর লেন প্রকল্প। ওই জাতীয় সড়কেই চার লেন বিশিষ্ট ইসলামপুর বাইপাস প্রকল্পের উদ্বোধন করেন।
আরও পড়ুন:
এদিন বাগডোগরা থেকে নেমে শিলিগুড়ির কাওয়াখালিতে আসেন প্রধানমন্ত্রী। সরকারি মঞ্চ থেকে বালুরঘাট, রাধিকাপুর, রানিনগর, জলপাইগুড়ি, আলুয়াবাড়ি-সহ একাধিক লাইনে বৈদ্যুতিকরণ সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মনিগ্রাম-নিমতিতা বিভাগে ডাবল রেললাইন প্রকল্প, আমবাড়ি- ফালাকাটা-আলুয়াবাড়ি বিভাহে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং, নিউ জলপাইগুড়িতে বৈদ্যুতিন ইন্টারলকিংয়ের ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
এদিন শিলিগুড়়িতে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় নিশীথ প্রামাণিক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।