লোকসভা নির্বাচনের আগে শিক্ষাবন্ধুদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। প্রায় ৪০ শতাংশ বেতন বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন মন্ত্রী মানস ভুঁইঞা।
বেতন বৃদ্ধি
বুধবার সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, শিক্ষাবন্ধুদের জন্য বর্ধিতহারে বেতনক্রম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে তা কার্যকর করা হয়নি। অবশেষে রাজ্যের অর্থ দফতর তা মঞ্জুর করেছে। এর জন্য প্রায় ৯ কোটি ১৯ লাখ টাকা অতিরিক্ত খরচ করা হবে বলে জানিয়েছেন তিনি।
মানস ভুঁইঞা দাবি করেছেন, রাজ্যে মোট শিক্ষাবন্ধু রয়েছে ৩,৩৩৭ জন। ১ এপ্রিল থেকেই বর্ধিত বেতনক্রম পাবেন। এছাড়াও আশাকর্মী, সিবিক ভলান্টিয়ার, হোমগার্ড, প্যারাটিচার এবং ভিলেজ পুলিশ অবসরকালীন ৩ লাখ টাকা সুবিধা পেতেন। তা বাড়িয়ে ৬ লাখ টাকা করা হবে।