লোকসভা ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়াল রাজ্য সরকার। রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৫০০ টাকা থেকে বেড়ে ভাতা হবে এবার ১০০০ টাকা। অনগ্রসর শ্রেণির মহিলারা পাবেন ১২০০ টাকা।
পাশাপাশি রাজ্য সরকারের কর্মীদের DA বৃদ্ধির ঘোষণাও করা হল বাজেটে। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্যের। আগামী মে মাস থেকে তা কার্যকর হবে। জব কার্ড হোল্ডাররা বছরে ৫০ দিন কাজ পাবেন। বাজেটে ঘোষণা করা হয়েছে, মৎস্যজীবীদের জন্য 'সমুদ্রজীবী প্রকল্প' ঘোষণা রাজ্যের। এই প্রকল্পের মাধ্যমে তাঁদের বছরে দুবার ৫০০০ টাকা করে দেবে রাজ্য।
আরও পড়ুন: 'আজ সংসদে আমার শেষদিন ', লোকসভায় বললেন দেব
শুধু তাই নয়, সিভিক ভলান্টিয়ারদেরও ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের। ১০০০ টাকা ভাতা বাড়ল তাঁদের। পাশাপাশি ২০ শতাংশ সিভিক ভলান্টিয়ার পুলিশে যোগ দিতে পারবেন। বাজেট পেশের সময় জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য।