Sandeshkhali Incident : শাহজাহানকে গ্রেফতারিতে বাধা ? আদালতের নির্দেশের অষ্টম অনুচ্ছেদের বদল চাইছে রাজ্য

Updated : Feb 28, 2024 15:55
|
Editorji News Desk

শেখ শাহজাহানকে গ্রেফতারির ক্ষেত্রে আদালতের একটি নির্দেশই বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজ্য পুলিশের কাছে । এবার সেই নির্দেশের বদল চাইছে রাজ্য সরকার । জানা গিয়েছে, ৭ ফেব্রুয়ারি আদালতের দেওয়া একটি নির্দেশের অষ্টম অনুচ্ছেদের পরিবর্তন চাইছে রাজ্যে । এ প্রসঙ্গে আদালতের দ্বারস্থও হয়েছে সরকার । রাজ্যের আইনজীবীর দাবি, ওই অনুচ্ছেদটিই শাহজাহানকে গ্রেফতার করার বিষয়ে পুলিশের প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে । যদিও, এদিনই আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, শেখ শাহজাহানকে ইডি, সিবিআই বা রাজ্য পুলিশ, যে কেউ গ্রেফতার করতে পারে ।

অষ্টম অনুচ্ছেদে কী রয়েছে ?

বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে অনুচ্ছেদটি পরিবর্তনের আর্জি জানিয়েছে রাজ্য । আসলে ওই অনুচ্ছেদে রাজ্য পুলিশকে সন্দেশখালি সংক্রান্ত কোনও তদন্ত থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল । রাজ্যের অনুচ্ছেদ পরিবর্তনের আর্জি প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, আদালত সিট গঠন করে এই সংক্রান্ত তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু শাহজাহানকে গ্রেফতার করায় স্থগিতাদেশ দেয়নি। পুলিশ চাইলেই শাহজাহানকে গ্রেফতার করতে পারে ।

উল্লেখ্য, বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনায় সিবিআই এবং রাজ্য পুলিশকে যৌথ ভাবে সিট গঠনের নির্দেশ দিয়েছিল । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ইডি এবং রাজ্য পুলিশ । ডিভিশন বেঞ্চ ৭ ফেব্রুয়ারি সিট গঠনের উপর স্থগিতাদেশ দেয় । ওই নির্দেশের অষ্টম অনুচ্ছেদে বলা হয়েছিল, রাজ্য পুলিশও এই সংক্রান্ত তদন্ত থেকে দূরে থাকবে । 

বুধবার হাইকোর্টের বিচারপতির স্পষ্ট নির্দেশ, শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনও বাধা নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা রাজ্য পুলিশ, যে কেউ তাঁকে গ্রেফতার করতে পারবে। 

Calcutta High Court

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর