মঙ্গলবার পঞ্চায়েত ভোটের গণনা, তার আগে বেশ কিছু বুথে পুনর্নির্বাচন। সোমবারই ফের ভোটগ্রহণ হবে, জানাল নির্বাচন কমিশন। এবার পুনর্নির্বাচনে প্রত্যেক বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। জানিয়েছে নির্বাচন কমিশন।
সবথেকে বেশি পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদেই। ১৭৫টি বুথে পুনর্নির্বাচন হবে এই জেলায়। মালদহে ১১২টি বুথ, নদিয়া ৮৯টি বুথ, উত্তর ২৪ পরগনায় ৪৬, হুগলিতে ২৯টি বুথে ফের নির্বাচন হবে। এছাড়া দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে, আলিপুরদুয়ারেও পুনর্নির্বাচন হবে। দক্ষিণ দিনাজপুরে ১৮, জলপাইগুড়িতে ১৪, বীরভূমে ১৪, পশ্চিম মেদিনীপুরে ১০, বাঁকুড়ায় ৮টি বুথে পুনর্নিবাচন হবে। এছাড়া হাওড়ায় ৮টি, পুরুলিয়ায় ৪টি, পূর্ব বর্ধমানে ৩টি ও আলিপুরদুয়ারে ১টি বুথে পুনর্নির্বাচন হবে।
আরও পড়ুন: ভোট মিটতেই দিল্লি রওনা রাজ্যপালের, স্বরাষ্ট্রমন্ত্রকে গ্রাউন্ড জিরোর রিপোর্ট দিতে পারেন
এদিন কমিশন জানিয়েছে, শনিবারের নির্বাচনে ১০ জনের মৃত্যু হয়েছে। মোট ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। রাজ্যের প্রধান বিরোধী দল কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে, অন্তত ১০০০ বুথে পুনর্নির্বাচন হওয়া উচিত।
ভোট লুট, বুথ দখল, ব্যালট বাক্স নষ্ট করার একাধিক অভিযোগ উঠেছে। এর মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে। এরপরই রয়েছে অনুব্রতহীন বীরভূম। দার্জিলিং ও কালিম্পংয়েও ভোটের হার বেশ ভাল।