বাংলায় ভোট নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর খরচের হিসেব কেন্দ্রকে পাঠাল রাজ্য । জানা গিয়েছে, রাজ্যের তরফে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে । সেই চিঠিতে বলা হয়েছে, ভোটে কেন্দ্রীয় বাহিনীর খরচ বাবদ প্রায় ৩৫০ কোটি টাকা দিতে হবে রাজ্যকে । এদিকে, এখনও কিছু বাহিনী রাজ্যে রয়ে গিয়েছে । সেক্ষেত্রে হিসেব আরও বাড়তে পারে । সেক্ষেত্রে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এত তাড়া কেন শাসকদলের ? আরও কয়েকদিন পরে টাকার হিসেব পাঠাতে পারত তৃণমূল ।
জানা গিয়েছে, প্রায় ৭০০ কোম্পানি বাহিনী এসেছে রাজ্যে । প্রায় ৭০ হাজার জওয়ান । তাঁদের গাড়ির তেল খরচ, খাওয়া, থাকার খরচ দিতে হয়েছে রাজ্য়কে । সেই খরচ বাবদ ৩৫০ কোটি টাকার হিসেব দেখানো হয়েছে ।
উল্লেখ্য, আদালতের নির্দেশ ছিল, কেন্দ্রীয় বাহিনীর কোনও খরচ রাজ্যের থেকে চাইতে পারবে না কেন্দ্র । সেই মতোই স্বরাষ্ট্রমন্ত্রকে টাকার হিসেব পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ।