রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার তৎপর নির্বাচন কমিশন। জেলায় জেলায় প্রস্তুতি শুরু করার নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের। এবার ডিলিমিটেশন অর্থাৎ পুনর্বিন্যাস আর সংরক্ষণ নিয়ে জেলাগুলিকে চিঠি দিয়েছে কমিশন। জেলাগুলোকে পাঠ দিতে আগামী সোমবার ওয়ার্কশপ করছে কমিশন। যা আদতে ভোটের প্রস্তুতি বলেই মত প্রকাশ করছেন প্রশাসনের একাংশ। খাতায়-কলমে ২০২৩ সালের এপ্রিল মাসে এই নির্বাচনের কথা থাকলেও তা দরকারে আরও এগিয়ে আসতে পারে বলেই মনে করছে প্রশাসনেরই একাংশ।
কমিশন সূত্রে খবর, সংরক্ষণ ও পুনর্বিন্যাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়সাপেক্ষ। তাই এই কাজদুটি সময় নিয়ে করতে চাইছে কমিশন। ফলে সেপ্টেম্বরের মধ্যেই আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করে ফেলতে চাইছে কমিশন। অন্যদিকে, সেপ্টেম্বরের শেষের মধ্যেই শেষ করতে হবে সংরক্ষণের কাজও।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও একাধিক প্রশাসনিক বৈঠকে জানিয়েছেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। যে কোনও সময়েই ভোট ঘোষণা হয়ে যেতে পারে। তাই দ্রুত কাজকর্ম সেরে রাখতে হবে।