আবারও বড়সড় রদবদল হল বঙ্গ বিজেপিতে। আচমকা একটি ছোট বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য বিজেপির সব সেল (Bengal bjp cell) ভেঙে দেওয়া হল।
বৃহস্পতিবার বিজেপির তরফে জানানো হয়েছে, রাজ্যে যতগুলি সেল রয়েছে বিজেপি, সেগুলি আপাতত ভেঙে দেওয়া হচ্ছে। নতুন করে সেলগুলি গঠন হবে ও নতুন করে দায়িত্ব দেওয়া হবে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumder) নির্দেশেই এই সিদ্ধান্ত কার্যকর করেছে বিজেপি।
রাজ্য বিজেপির অনেকগুলি সেল রয়েছে। মিডিয়া সেল, স্বাস্থ্য সেল, শিল্প সেল, শিক্ষা সেল, লিগাল সেল প্রভৃতি। কেন হঠাৎ সবগুলি সেল ভাঙা হল, তা এখনও স্পষ্ট নয়।
রাজনৈতিক মহলের জল্পনা, সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর নতুন করে রাজ্য কমিটি গঠন করা হয়েছে। তার সঙ্গে সাযুজ্য রেখেই সেলগুলি পুর্নগঠিত হতে পারে।
উল্লেখ্য, নতুন রাজ্য কমিটি গঠনের পরেই বিদ্রোহী হয়েছেন বিজেপির একাধিক নেতা। অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়েও গিয়েছেন।