ভাঙড় থেকে চোপড়া...গত কয়েকদিন ধরে মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অশান্তির অভিযোগ । গুলি, বোমাবর্ষণের অভিযোগ ওঠে । বৃহস্পতিবারই মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ হয়েছে । গত কয়েকদিনের হিংসার ঘটনার একটি রিপোর্ট সামনে এনেছে নির্বাচন কমিশন । যেখানে দাবি করা হয়েছে, কোনওরকম মৃত্যুর রিপোর্ট নেই ।
কমিশনের রিপোর্টে দাবি, রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ৩৯টি ঘটনা ঘটেছে । সেই সব ঘটনায় প্রায় ১০০ জনের আহত হওয়ার খবরও পাওয়া যায় । কমিশনের দাবি, ৮ জুন পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে রাজ্য জুড়ে ৬১টি বোমা উদ্ধার করা হয়েছে ।
রিপোর্ট অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে রাজ্যে মোট ৭৩,৮৮৭ আসন । তৃণমূলের মনোনয়ন জমা পড়েছে ৮৫,৮১৭ । অর্থাৎ মোট আসনের থেকে ১২ হাজার বেশি । শেষ দু’দিনে তৃণমূল জমা দিয়েছে ৭৬,৪৮৯টি মনোনয়ন । দ্বিতীয় স্থানে বিজেপির ৫৬,৩২১টি মনোনয়ন জমা পড়েছে ।