ওএমআর সিটে ( OMR Sheet) কারচুপির অভিযোগে গ্রুপ-ডি-এর ১৯১১ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । আদালতের নির্দেশে ওই চাকরি প্রাপকদের সুপারিশ পত্র প্রত্যাহার করা হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে । সেক্ষেত্রে এখন ১৯১১ টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের কবে, কীভাবে নিয়োগ করা হবে, সেই নিয়েই প্রশ্ন উঠছে । খুব শীঘ্রই ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীরা সুযোগ পাবেন । তিন সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হবে । সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
জানা গিয়েছে, কাউন্সেলিংয়ের মাধ্যমে ১৯১১ টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু হয়ে যাবে । পুরো প্রক্রিয়া কতটা এগোলষ সেই বিষয়ে জানতে আগামী ৬ মার্চ রিপোর্ট জমা দিতে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় । তবে, এই বিষয়ে একেবারেই তাড়হুড়ো করতে চাইছেন না কমিশনের চেয়ারম্যান । তাঁর কথায়, দ্রুত কাজ করতে গিয়ে কোনও বিড়ম্বনার মধ্যে পড়তে চান না । তিনি আরও জানিয়েছেন, গোটা ঘটনায় এসএসসির ভাবমূর্তি নষ্ট হয়েছে ।
আরও পড়ুন, Money Recover: ফের টাকা উদ্ধার শহর কলকাতায়, বড়বাজারে ৩৫ লক্ষ টাকা উদ্ধার কলকাতা পুলিশের
উল্লেখ্য, শুক্রবার দুপুরেই এসএসসির গ্রুপ ডির ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কমিশন। দুপুরে টেটের ফলঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি গৌতম পালকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ব্রাত্য বসু । সেখানেই শিক্ষামন্ত্রীকে চাকরি বাতিল নিয়ে প্রশ্ন করা হয়। ব্রাত্য একটি কাগজ খুলে নিয়ে পড়েন, "বিষয়টি সম্পূর্ণ তদন্তকারী সংস্থার দ্বারা তদন্তসাপেক্ষ ও মহামান্য আদালতের বিচারাধীন। এখানে ব্যক্তিগত আশা বা হতাশার কোনও প্রশ্নই ওঠে না। তাই এই সম্পর্কে আমার মন্তব্য করা সমীচীনও নয়।"