হাই কোর্টের (Calcutta High Court) সুপারিশের পরেই অপসারিত এসএসসির (School Service Commission/SSC) চেয়ারম্যান শুভশঙ্কর সরকার (Shubhankar Sarkar)। তাঁর জায়গায় এসএসসি-র নতুন চেয়ারম্যান হচ্ছেন সিদ্ধার্থ মজুমদার(Siddhartha Majumdar)। বুধবার এসএসসি-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন তিনি। সিদ্ধার্থবাবু সিটি কলেজের অধ্যাপক। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব সামলেছেন আগে।
হাই কোর্টের সুপারিশের পর মঙ্গলবার রাজ্য শিক্ষা দফতরের তরফে ডাকা জরুরি বৈঠকে ঠিক হয়, শুভশঙ্করের জায়গায় সিদ্ধার্থকে দায়িত্বে আনা হবে বলে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য শিক্ষা দফতর।