ধরনা মঞ্চে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যার’ (Suicide) চেষ্টা করলেন এসএসসি চাকরিপ্রার্থী। রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) সেই সংক্রান্ত একটি ভিডিয়ো টুইট করেছেন। এই ঘটনার প্রসঙ্গ তুলে বিজেপির (BJP) তরফে আন্দোলনকারী এসএসসি (SSC) চাকরিপ্রার্থীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তোলা হয়েছে। তবে ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এডিটরজি।
রাজ্যপালের টুইট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ধরনা মঞ্চে গাছের ডালে ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন কয়েকজন চাকরিপ্রার্থী। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও অন্য আন্দোলনকারীরা তাঁদের নিরস্ত করার চেষ্টা করছেন। ভিডিয়োটি পোস্ট করে রাজ্যপাল টুইটে অভিযোগ করেন, চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ অত্যাচার চালিয়েছে।
রাজ্যপালের টুইট করা ভিডিয়োটি ইতিমধ্যে একাধিক বিজেপি নেতা শেয়ার করেছেন। বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, তিনি আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে অস্থায়ী ছাউনি ও অস্থায়ী শৌচাগার তৈরির চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ।