শালবনিতে জিন্দল গোষ্ঠীর জমির পাশে শিল্প পার্ক তৈরির সিদ্ধান্তে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে শালবনিতে ইস্পাত কারখানা গড়ার কথা জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তখন থেকেই জল্পনা ছিল, জিন্দলদের পাশের জমিতেই কি হবে সৌরভের কারখানা? সেই জল্পনা আরও গাঢ় হল।
Murshidabad Rape: মেয়েকে ধর্ষণের অভিযোগ! অন্তঃসত্ত্বা কিশোরীর মায়ের অভিযোগে গ্রেফতার বাবা
মাস কয়েক আগেই শালবনিতে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছিলেন, শিল্পায়নের জন্য পাওয়া জমির ‘অব্যবহৃত’ অংশ রাজ্য সরকারকে ফেরত দিচ্ছে জিন্দল গোষ্ঠী। সেখানেই নতুন শিল্প গড়ে তোলা হবে। প্রশাসনের একটি সূত্রের দাবি, ওই জমিতেই সৌরভের কারখানা হওয়ার সম্ভাবনা। যদিও সরকার বা সৌরভ, দু তরফেই এখনও এই সংক্রান্ত কোনও ঘোষণা করা হয়নি।