জয়প্রকাশ মজুমদারের(Jayprakash Majumder) পর কি এবার তৃণমূলে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee)? গত কয়েকদিন ধরেই রাজ্য বিজেপিতে(BJP West Bengal) এমন একটা জল্পনা শুরু হয়েছিল। মঙ্গলবার জয়প্রকাশ তৃণমূলে(TMC) যোগ দেওয়ার পর লকেটকে নিয়ে জল্পনা আরও বেড়েছে।
বিজেপি সূত্রে খবর, দলের অন্দরে বিভিন্ন বিষয়ে লকেটের যে ক্ষোভ রয়েছে, তা জানেন রাজ্য নেতারাও। ২০১৯ সালে হুগলিতে(Hooghly) জয়ের পরেও তাঁকে কেন্দ্রে মন্ত্রিত্ব না দেওয়ায় লকেট ক্ষুব্ধ ছিলেন। আবার দলের অন্য অংশের দাবি, লকেট রাজ্যে সভাপতি হতে চান। কারণ, দলের বর্তমান পদাধিকারীদের উপর তাঁর ‘আস্থা’ নেই। সুকান্ত মজুমদার(Sukanta Majumder), দিলীপ ঘোষকে(Dilip Ghosh) নিয়েও লকেটের ‘অনুযোগ’ ছিল। আবার অপর মহিলা নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পলের(Agnimitra Paul) সঙ্গেও লকেটের সম্পর্ক বিশেষ ভাল নয়।
আরও পড়ুন- Minakshi Mukherjee: ১০ দিন বাদে জেলমুক্ত মীনাক্ষী সহ ১৬ জন, একইদিনে কলকাতায় আটক ছাত্রনেতা ময়ূখ-সৃজন
সোমবার দলের দুই ‘বিক্ষুব্ধ’ নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারির(Ritesh Tiwary) সঙ্গে বৈঠক করেন লকেট। তার ২৪ ঘন্টার মধ্যেই তৃণমূলে(TMC) গিয়েছেন জয়প্রকাশ। ফলে ইতিমধ্যেই অনেকে দুইয়ে-দুইয়ে চার করেছেন।