শিলিগুড়িতে (Siliguri Drug Rackets) উদ্ধার প্রায় ১ কোটি টাকার ব্রাউন সুগার। গোপন অভিযান (Secret Mission) চালিয়ে ৩ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ বাহিনী (SOG Police)। ঘটনাটি ঘটেছে ভক্তিনগর থানার বানেশ্বর মোড় এলাকায়। খবর পেয়ে গোপন অভিযান চালায় পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা। ৮১৫ গ্রাম ব্রাউন সুগার (Brown Sugar) উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রবি বিশ্বকর্মা, গদাই বিশ্বাস ও বিজয় রায় । তারা শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা । ৮১৫ গ্রাম ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। ধৃতদের বিরুদ্ধে NDPS অ্যাক্টে মামলা রুজু করা করা হয়েছে।
আরও পড়ুন: বারাকপুরে বিরিয়ানির দোকানে এলোপাথাড়ি গুলি ২ দুষ্কৃতীর, এলাকায় উত্তেজনা
সোমবারই ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। সেখানে বিচারকের কাছে তদন্তের জন্য তিনদিনের পুলিশি হেফাজতের আবেদন করে পুলিশ।