ISL-এর জন্য শনিবার অতিরিক্ত মেট্রো চালানো হবে। এদিন মোহনবাগান এবং পঞ্জাবের ম্য়াচ রয়েছে যুবভারতীতে। সেকারণে খেলা শেষের পর দর্শকদের বাড়ি যেতে না সমস্যা হয় সেকারণেই অতিরিক্ত মেট্রোর ব্যবস্থা করা হয়েছে। মূলত ক্লাবগুলির তরফে অতিরিক্ত মেট্রো চালানোর জন্য আগেই মেট্রো কর্তৃপক্ষকে আবেদন করা হয়েছিল। সেই আবেদনকে মান্যতা দিয়ে অতিরিক্ত দুটি ট্রেন চালানো হবে।
মেট্রোর তরফে জানানো হয়েছে, রাত ১০টা এবং ১০টা ১০ নাগাদ দুটি ট্রেন সল্টলেক স্টেডিয়াম থেকে ছাড়বে। সেগুলি শিয়ালদহ স্টেশনে পৌঁছবে যথাক্রমে ১০টা ৭ এবং ১০টা ১৭ মিনিটে। সেখান থেকে সহজেই ট্রেন ধরে দর্শকরা গন্তব্যে পৌঁছতে পারবেন।
Read More- বারানসীতে হবে ৩০ হাজার আসনের আন্তর্জাতিক স্টেডিয়াম, শিলান্যাস প্রধানমন্ত্রীর
তবে দর্শকদের একাংশের মত, ৮টা থেকে শুরু হবে খেলা। শেষ হতে হতেই ১০টা বাজবে। সেক্ষেত্রে স্টেডিয়ামের ভিতর থেকে স্টেশন পর্যন্ত পৌঁছতেও বেশ কিছুটা সময় লাগবে। ততক্ষণে মেট্রো ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওই দুটি মেট্রো কতটা সুবিধা হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকরা।