রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার কারণে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো রেল। আগামী রবিবার অর্থাৎ ২৮ এপ্রিল সকাল সাড়ে ৮ টা থেকে পরিষেবা চালু হবে। ট্রেনের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।
কখন থেকে পরিষেবা শুরু?
অন্য রবিবার সকাল ৯টা থেকে কলকাতা মেট্রো পরিষেবা শুরু হয়। কিন্তু আগামী রবিবার কবি সুভাষ এবং দক্ষিনেশ্বর থেকে সাড়ে ৮টা থেকেই পরিষেবা চালু হবে। এবং ওইদিন আপ ও ডাউন মিলিয়ে মোট ১৪০টি মেট্রো চলবে।
রবিবার রাতে শেষ মেট্রোর সময়সীমায় কোনও পরিবর্তন আনা হয়নি। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৭মিনিটে। এবং দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ২৮ মিনিটে। অন্যদিকে দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে এবং কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো ছাড়বে ওই একই সময়ে।