দুর্গাপুজোর পর কালীপুজোতেও বাড়ছে মেট্রো। রবিবার যেহেতু কালীপুজো সেকারণে ওইদিন দুটি স্পেশাল মেট্রো চলবে। দক্ষিণেশ্বর এবং কালীঘাটে ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রো রেলের তরফে জানা গিয়েছে, কালীপুজোর দিন মোট ১৩২টি মেট্রো রেক চালানো হবে। তার মধ্যে আপ ও ডাউন লাইন মিলিয়ে ৬৬টি করে মেট্রো চলবে। সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হবে। অতিরিক্ত মেট্রো থাকবে রাতে। দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ রুটে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টায়। তবে জোকা-তারাতলা এবং শিয়ালদহ থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধই থাকবে।
এদিকে শনিবার বিশ্বকাপের ইংল্যান্ড-পাকিস্তানের ম্যাচ রয়েছে ইডেনে। সেকারণে শনিবারও অতিরিক্ত মেট্রো চালানো হবে। একজোড়া মেট্রো চালানোর পরিকল্পনা করা হয়েছে।