Raju Jha murder: বর্ধমানের কয়লা ব্যবসায়ী খুনে এবার বিশেষ তদন্তকারী দল গঠন করা হল

Updated : Apr 02, 2023 22:39
|
Editorji News Desk

শক্তিগড়ের কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনের ঘটনায় ক্রমশ তপ্ত হচ্ছে পরিস্থিতি। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। এবার এই খুনের ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা 'সিট' গঠন করা হল। জানা গিয়েছে,  ১১ জন সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন।

শনিবার রাতে খুন হয়েছেন রাজেশ ঝা ওরফে রাজু। পূর্ব বর্ধমানের শক্তিগড়ের আমড়া মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে মিলেছে তাঁর দেহ। 

পুলিশ জানিয়েছে, 

আশির দশক থেকে কয়লা পাচার চক্রে জড়িয়ে পড়েন রাজু। ধীরে ধীরে ফুলেফেপে ওঠে তাঁর বেআইনি কারবার। ক্রমেই দুর্গাপুর এবং আসানসোলকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের বড়সড় এলাকা জুড়ে কয়লার বেআইনি কারবারের রাজত্ব তৈরি করে ফেলেন তিনি। কিন্তু ২০১১ সালের পর থেকে কয়লা কারবার বন্ধ হয়ে যায় তাঁর। বেশ কয়েক বছর চুপচাপ থাকলেও ২০১৫ সাল থেকে ফের শুরু করেন কয়লা কারবার। কিন্তু আর সেভাবে ব্যবসা ফাঁদতে পারেননি তিনি।

এরপর ২০১৬ সালে আগ্নেয়াস্ত্র এবং নগদ ৩৫ লক্ষ টাকা-সহ রাজুকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এর পরেও একাধিক বার পুলিশ এবং সিআইডি গ্রেফতার করেছিল তাঁকে। শুধু রাজ্যে নয়, ভিন রাজ্যেও তাঁর নামে একাধিক অভিযোগ রয়েছে। কখনও সক্রিয় দলীয় রাজনীতি না করলেও ২০২০ সাল্লের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ দেন তিনি। যদিও বিজেপি হেরে যাওয়ার পর তাঁকে আর রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি। 

Burdwan

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর