শক্তিগড়ের কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনের ঘটনায় ক্রমশ তপ্ত হচ্ছে পরিস্থিতি। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। এবার এই খুনের ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা 'সিট' গঠন করা হল। জানা গিয়েছে, ১১ জন সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন।
শনিবার রাতে খুন হয়েছেন রাজেশ ঝা ওরফে রাজু। পূর্ব বর্ধমানের শক্তিগড়ের আমড়া মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে মিলেছে তাঁর দেহ।
পুলিশ জানিয়েছে,
আশির দশক থেকে কয়লা পাচার চক্রে জড়িয়ে পড়েন রাজু। ধীরে ধীরে ফুলেফেপে ওঠে তাঁর বেআইনি কারবার। ক্রমেই দুর্গাপুর এবং আসানসোলকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের বড়সড় এলাকা জুড়ে কয়লার বেআইনি কারবারের রাজত্ব তৈরি করে ফেলেন তিনি। কিন্তু ২০১১ সালের পর থেকে কয়লা কারবার বন্ধ হয়ে যায় তাঁর। বেশ কয়েক বছর চুপচাপ থাকলেও ২০১৫ সাল থেকে ফের শুরু করেন কয়লা কারবার। কিন্তু আর সেভাবে ব্যবসা ফাঁদতে পারেননি তিনি।
এরপর ২০১৬ সালে আগ্নেয়াস্ত্র এবং নগদ ৩৫ লক্ষ টাকা-সহ রাজুকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এর পরেও একাধিক বার পুলিশ এবং সিআইডি গ্রেফতার করেছিল তাঁকে। শুধু রাজ্যে নয়, ভিন রাজ্যেও তাঁর নামে একাধিক অভিযোগ রয়েছে। কখনও সক্রিয় দলীয় রাজনীতি না করলেও ২০২০ সাল্লের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ দেন তিনি। যদিও বিজেপি হেরে যাওয়ার পর তাঁকে আর রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি।