রথযাত্রা (Rath Yatra 2022) উপলক্ষে কলকাতা থেকে পুরীর জন্য রথযাত্রা স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল (South East Rail)। শালিমার থেকে আগামী ২৯ ও ৩০ জুন দুই জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল। প্রত্যেক বছর রথযাত্রা উপলক্ষে পুরী যান প্রচুর ভক্ত। সেই ভিড় সামাল দিতেই এই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল। এছাড়া ২৩ ও ২৪ জুন দিঘার জন্য সাঁতরাগাছি থেকে স্পেশাল ট্রেন দিয়েছে রেল।
দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯ জুন ০২৮২৭ শালিমার-পুরী রথযাত্রা স্পেশাল ট্রেনটি শালিমার থেকে ছাড়বে। রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৭টায় পুরী পৌঁছবে ট্রেনটি। সেদিন পুরী-শালিমার স্পেশাল ট্রেন রাত ১১টা ৫ মিনিটে পুরী থেকে ছাড়বে। ৩০ জুন সকাল সাড়ে ৯টায় শালিমার পৌঁছবে। এই ট্রেনটিতে একটি এসি টু টায়ার, দুটি এসি থ্রি টায়ার ও ১১টি স্লিপার কোচ থাকবে। এছাড়া থাকবে ৬টি সাধারণ কোচ।
আরও পড়ুন: কীসের ভিত্তিতে ২৩ লক্ষের মধ্যে ২৭৩ জনের নম্বর বাড়ানো হয়েছে, পর্ষদকে সওয়াল আদালতের
পুরী যাওয়ার আরও এক জোড়া ট্রেনের ঘোষণা করেছে রেল। এই ট্রেনে কোনও স্লিপার ক্লাস থাকবে না। ২৯ জুন দুপুর ১টা ৪৫ মিনিটে শালিমার থেকে ছাড়বে এই ট্রেনটি এবং পুরী থেকে ৩০ জুন ছেড়ে শালিমার ফিরবে ট্রেনটি। এই ট্রেনে দুটি এসি চেয়ার কার, ১২টি চেয়ার কার ও দুটি সাধারণ কামরা থাকবে।