বিধানসভার তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) বিধায়কদের মারামারির ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই মুহূর্তে পাহাড় সফরে রয়েছেন তিনি। সেখান থেকে ফোনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কাছে. এই বিষয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্পিকার জানিয়েছেন, বিধানসভায় যা ঘটেছে তা অত্যন্ত অনভিপ্রেত। বিজেপির বিধায়কেরাই আক্রমণকারীর
ভূমিকা নিয়েছেন। আহত হয়েছে ১৬ জন বিধায়ক। তাঁরা সকলেই তৃণমূলের। স্পিকার জানান, বিজেপির কোনও বিধায়ক আহত হয়েছেন বলে তাঁর জানা নেই। বিধানসভার মহিলা নিরাপত্তারক্ষীরাও বিজেপির বিধায়কদের হাতে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন অধ্যক্ষ।
আরও পড়ুন: West Bengal Assembly Clash: বিধানসভায় বেনজির সংঘাত তৃণমূল ও বিজেপির, হাতাহাতিতে নাক ফাটল বিধায়কের
বগটুই-কাণ্ড নিয়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বিধায়কদের মারামারিতে নাক ফাটে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দীপক বর্মণ, মনোজ টিগ্গাকে সাসপেনড করার প্রস্তাব আনে শাসক দল। তাঁদের সাসপেন্ড করার দাবি তোলেন উদয়ন গুহ ও চন্দ্রিমা ভট্টাচার্যরা। এর পরে স্পিকার তাঁদের সাসপেন্ড করেন।