ফের প্রকাশ্যে শোভন-বৈশাখীর সঙ্গে রত্নার সংঘাত । এবার রত্নার বিরুদ্ধে আলিপুর থানায় অভিযোগ দায়ের করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় । বিবাহবিচ্ছেদের মামলার মধ্যে ফের সংঘাত । শোভনের অভিযোগ, আদালত চত্বরে লোকজন নিয়ে এসে হুমকি দিয়েছেন রত্না । তাই গণ্ডগোলের আশঙ্কার তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন । পুলিশে অভিযোগ জানানোর পরেও রত্নার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করছেন শোভন । যদিও, লোকজন নিয়ে এসে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রত্না ।
শোভনের অভিযোগ, আদালত চত্বরে অশ্রাব্য ভাষায় গালাগালি দেওয়া হয়েছে তাঁকে । এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শোভনের প্রশ্ন, "এটা কি ভদ্রতা, সভ্যতা? এটা কি আদালত?" একই সুর বৈশাখীর গলাতেও । তিনি বলেন, "শোভন এজলাসের মধ্যেই ছিলেন । রত্নার সঙ্গে কিছু সঙ্গীসাথী আসেন । তাঁরা যে ভাষায় কথা বলছিলেন, তা মুখে আনার মতো নয় ।"
বৈশাখীর সঙ্গেও নাকি বিবাদে জড়ানোর চেষ্টা করেছিলেন তাঁরা । কিন্তু পারেননি । শোভন যখন এজলাস থেকে বেরিয়ে আসছেন, তখন চার-পাঁচ জন মিলে যে সমস্ত ভাষায় আক্রমণ করেছে, ব্যক্তিগত আক্রমণ করেছে ,তা অত্যন্ত দুঃখজনক । আগেও একাধিকবার নাকি এধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন শোভন ।