বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে...। বসন্ত এসেছে শোভন-বৈশাখীর (Sovon-Baisakhi) মনেও । রঙের উৎসবে দু'জনেই আজ রঙিন । একে অপরকে রং লাগিয়ে দোলের (Holi 2023) সেলিব্রেশনে মাতলেন শোভন-বৈশাখী । সঙ্গে ছিল বৈশাখীর মেয়েও । সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Sovon-Baisakhi holi celebration) ।
ছবিগুলিতে দেখা যাচ্ছে কখনও বৈশাখী শোভনের গালে রং লাগাচ্ছেন, কখনও শোভন রাঙিয়ে দিচ্ছেন বৈশাখীকে । দোলে ঠান্ডাইয়ের মজাও নিয়েছেন দু'জনে । এদিন, চিরাচরিত শাড়িতেই দেখা গেল বৈশাখীকে । অফহোয়াইট লাল পেড়ে সিল্কের শাড়ি পরেছেন বৈশাখী । গলায়, কানে গয়না । আর সাদা পাঞ্জাবি পরেছেন শোভন । এদিন, তাঁদের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠে বৈশাখী কন্যা মেহুলও ।
আরও পড়ুন, Holi 2023 : দোল পূর্ণিমায় এবার জমজমাট নদিয়ার সতী মায়ের মেলা, ভক্তদের ভিড় মন্দির চত্বরে
সমাজের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে 'ভালোবাসার' উপরেই ভরসা রেখেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি বৈশাখীর সিঁদুর পরা নিয়ে কটাক্ষ করেছিলেন শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায় । রত্নার কটাক্ষের জবাবে শোভন সাফ জানিয়ে দেন,তিনি বৈশাখীকে সিঁদুর, মঙ্গলসূত্র পরতে বলেছেন । আশা করবেন, তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন বৈশাখী সিঁদুর, মঙ্গলসূত্র পরবে। শ্রীবৃদ্ধি ঘটাতে সিঁদুর, মঙ্গলসূত্র তাঁর সঙ্গে যেন সবসময় থাকে ।