'কোনও দলই বলতে পারবে না, তাদের ১০০ শতাংশ কর্মীই সৎ।' শুক্রবার এভাবেই দুর্নীতি প্রসঙ্গে মুখ খুললেন খড়দহের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। অনুব্রতর নামে চার্জশিট জমার দিনেই ফের এই কথা বলেন তিনি। পাশাপাশি তাঁর আরও দবি, যারা অসৎ, তাঁরা শাস্তি পাবে। তবে নির্বাচনে তার কোনও প্রভাব পড়বে না। কারণ হিসেবে তিনি জানান, সাধারণ মানুষ যা চেয়েছেন, দলনেত্রী তাই করে দিয়েছেন। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানুষ। তাই জনসমর্থন নিয়ে আশাবাদী শোভনদেব চট্টোপাধ্যায়।
শুক্রবারই তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ইডি। পাশাপাশি, চার ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় অনুব্রতর ব্যক্তিগত দেহরক্ষী সায়গল হোসেনকে। আর সেই দিনেই শোভনদেবের এই বিস্ফোরক বার্তায় রাজনৈতিক যোগসূত্র রয়েছে বলেই দাবি বিশেষজ্ঞদের একাংশের।
আরও পড়ুন- Saigal Hossain: চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, সায়গল হোসেনকে গ্রেফতার ইডির