লাগাতার বকেয়া ডিএ পাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যসরকারের কর্মীরা। এবার এই প্রসঙ্গে মন্ত্যব্য করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যসরকারের কর্মীদের কথা মতো ডিএ দিতে গেলে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী’র মতো সামাজিক জনকল্যাণমূলক প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে।
Abhishek Banerjee: 'বিচারব্যবস্থার ওপর বিশ্বাস আছে', বিচারপতি গঙ্গোপাধ্যায় ইস্যুতে কী জানালেন অভিষেক?
উত্তর ২৪ পরগণার খড়দহের পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতে ‘দিদির দূত’ কর্মসূচিতে যোগ দিয়ে শোভনদেব বলেন, ‘‘এই ডিএ-টি দিতে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বন্ধ হয়ে যেতে পারে। স্বাস্থ্যসাথীর কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। কন্যাশ্রীর টাকাটা বন্ধ হয়ে যেতে পারে।’’