বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee) এবং শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee), সমাজের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে 'ভালোবাসার' উপরেই ভরসা রেখেছেন তাঁরা। এবার প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে এক হাত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট শোভনের৷ বৈশাখীর সিঁদুর পরা নিয়ে রত্নার কটাক্ষের জবাবে শোভন বাবু জানান, “আমি বৈশাখীকে সিঁদুর, মঙ্গলসূত্র পরতে বলেছি। আশা করব, আমি যতদিন বেঁচে থাকব, ততদিন সে সিঁদুর, মঙ্গলসূত্র পরবে। শ্রীবৃদ্ধি ঘটাতে সিঁদুর, মঙ্গলসূত্র তাঁর সঙ্গে যেন সবসময় থাকে।”
কলকাতার প্রাক্তন মহানাগরিক হুঁশিয়ারি দিয়ে বেহালার বাড়ি খালি করে দেওয়ার কথাও বলেন। শোভন জানান, আইনত ওই বাড়ির মালিক বর্তমানে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বয়সের গন্ডি পেরিয়ে তাঁদের প্রেমের সাক্ষী হয়ে রয়েছে গোটা বাংলা, দুর্গাপুজোর দশমীতে বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতেও দেখা গিয়েছিল শোভন চট্টোপাধ্যায়কে৷