স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে গেল অষ্টম শ্রেণির এক পড়ুয়া। সে সাউথ পয়েন্ট হাইস্কুলের পড়ুয়া ছিল। অন্য দিনের মতো সোমবারও স্কুলে গিয়েছিল সে। অভিযোগ, রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি ওই ছাত্রী। সোমবার রাত থেকে তার সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্কুলের সমস্ত CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই ছাত্রীর বাড়ি ফেরার সম্ভাব্য রাস্তার CCTV ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে তার সহপাঠীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Read More- অভিষেকপত্নী রুজিরাকে হাইকোর্টের রক্ষাকবচ, 'গোপনীয়তা' রক্ষায় ইডিকে একাধিক নির্দেশ
যদিও পরিবারের তরফে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। তাদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে। পরিবারের তরফে জানানো হয়েছে, প্রতিদিন ছাত্রীর বাবা অথবা মা তাকে স্কুলে দিয়ে আসত। সোমবারও ছাত্রীর বাবা তাকে দিয়ে এসেছিল। কিন্তু স্কুল থেকে আনতে গিয়ে তিনি দেখেন, তাঁর মেয়ে সেখানে নেই।