যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) হোস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার 'অস্বাভাবিক মৃত্যু'-র পর এবার প্রতিক্রিয়া দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শুক্রবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। র্যাগিং (Ragging) বন্ধ করার জন্য যত দ্রুত সম্ভব নতুন আইন আনার প্রয়োজন।" তিনি আরও বলেন, "কী হয়েছে তা বিস্তারিত জানি না। তবে,বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত।"
আরও পড়ুন: কী হয়েছিল ৯ অগাস্ট রাতে? যাদবপুরকাণ্ডের পুনর্নির্মাণে ধৃতদের নিয়ে হোস্টেলে পুলিশ
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে (Jadavpur University hostel) প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি।
যাদবপুর-কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার নয়। কিন্তু ধৃতদের বয়ান শুনে ঠিক মনে হচ্ছে না তদন্তকারীদের। তাই লালবাজারের ইঙ্গিত, গত নয় অগাস্টের ঘটনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে সব ধৃতদের মুখোমুখি বসানো হতে পারে। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘটনায় এখন পর্যন্ত ভিন রাজ্যের এক পড়ুয়া-সহ মোট নয় জনকে গ্রেফতার করা হয়েছে।