রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল বা এজির পদ ছাড়লেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাজ্যপালের কাছে মেইল করে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্ট সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
বেশ কয়েকদিন ধরেই নতুন অ্য়াডভোকেট জেনারেল নিয়োগ নিয়ে জল্পনা চলছিল। AG পদে আইনজীবী কিশোর দত্তকে নিয়োগ করা হতে পারে বলে একাধিক সূত্র মারফত জানা গিয়েছিল। তারই মধ্যে পদত্যাগের কথা জানালেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
সূত্রের খবর, বর্তমানে বিদেশে রয়েছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সেখান থেকেই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। পরে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং আইনমন্ত্রী মলয় ঘটককে পদত্যাগপত্র পাঠাবেন তিনি।